Menu
Dark
Account
Donate
Menu

প্রজেক্ট: ৯৩ (সাবমারসিবল পাম্প)

Project Image
প্রজেক্ট: ৯৩ (সাবমারসিবল পাম্প)

চট্টগ্রাম পটিয়া উপজেলার শাহমীরপুর এলাকায় শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন বাতিঘরের নিজস্ব অর্থায়নে প্রজেক্ট: ৯২ (গভীর নলকূপ-৪৬, সাবমারসিবল পাম্প) উদ্বোধন ও স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।

আজ ২৮ জুন ২০২৫ খ্রি. শনিবার সকাল ৮:০০ টায় নলকূপ-৪৬ উদ্বোধন করেন বরুমছড়া শহীদ বরুশজ্জামান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আবদুল হালিম চৌধুরী ও বাতিঘরের সদস্যরা। এই এই সময় এতে উপস্থিত ছিলেন বাতিঘরের প্রধান সমন্বয়ক জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, বাতিঘরের সদস্য জনাব মোহাম্মদ মোরশেদ, আবুল মোয়াজ্জাম ও মোজাইদুল হক সাকিব ।

সেবা গ্রহীতা মধ্যবিত্তের পরিবারের কর্তা। চারদিকে বাড়িঘরে ঠাসা। কলোনির ন্যায় গলির বাড়িতে পানির সংকট একেবারে তীব্র থেকে তীব্রতর। খাওয়ার পানির চেয়ে ব্যবহারের পানি সংগ্রহ করতে পরিরিবারটির যথেষ্ট দুর্ভোগ পোহাতে হয়। নানান প্রতিকুলতায় জীবন সংগ্রামে পিছিয়ে পড়া এই পরিবারেরর কথা আমাদের কাছে আসায় আমরা তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। তাকে বিশুদ্ধ পানির ব্যবস্থা করার ব্যাপারে আমরা কথা দিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী তার পরিবারের জন্য একটি সাবমারসিবল পাম্প স্থাপন করে দেওয়া হলো।

এমন একটি পরিবারে বিশুদ্ধ ও নিরাপদ পানি পান করার জন্য একটি ন সাবমারসিবল পাম্প দিতে পেরে আমরা (বাতিঘর) নিজেদের সার্থক ও ভাগ্যবান মনে করি। সামাজিক দায়বদ্ধতার যে জায়গা, সেটা আমরা কিছুটা হলেও পূরণ করতে চেষ্টা করছি। সবাই যদি এগিয়ে আসে তাহলে সুন্দর ও আদর্শ গ্রাম প্রতিষ্ঠা করা সময়ের ব্যাপার।

বাতিঘর প্রতিষ্ঠা থেকে মোট 93টি প্রজেক্ট বাস্তবায়ন করছে। এর মধ্যে ৪6টি নলকূপ (৩৪টি অগভীর নলকূপ, ১১টি গভীর ও ১টি সাবমারসিবল পাম্প) এ ছাড়া অন্যান্য প্রজেক্টগুলো হলো- চিকিৎসা সহায়তা, বিবাহ সহায়তা, স্বাবলম্বী, কর্জে হাসানা, ইফতার সামগ্রী উপহার, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী উপহার ও ঢেউটিন উপহার।

 

এক নজরে প্রজেক্ট: ৯৩ (সাবমারসিবল পাম্প)

সেবা: গভীর নলকূপ

সেবাগ্রহীতা: বুলবুল

ঠিকানা: সোলেমান মাঝির বাড়ি, শাহমীরপুর, পটিয়া, চট্টগ্রাম।

তারিখ: ২৮ জুন ২০২৫ খ্রি.

ঠিকানা: সোলেমান মাঝির বাড়ি, শাহমীরপুর, পটিয়া, চট্টগ্রাম।
তারিখ: June 28, 2025, 8 a.m.

সাম্প্রতিক প্রজেক্ট

প্রজেক্টটি শেয়ার করুন: