মাসিক বৃত্তির দ্বিতীয় কিস্তি প্রদান – বাতিঘরের পাশে থাকা প্রতিশ্রুতি
গাজীপুরে নিহত শহীদ মাওলানা রইস উদ্দিন (রহ.)-এর একমাত্র কন্যা, বর্তমানে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী, আজ দ্বিতীয় কিস্তির মাসিক বৃত্তি গ্রহণ করেছে।
সামাজিক সংগঠন বাতিঘর তার শিক্ষা অব্যাহত রাখতে দাখিল পর্যন্ত শ্রেণিভিত্তিক মাসিক বৃত্তি প্রদানের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ ৮ জুলাই ২০২৫ খ্রি., মঙ্গলবার বিকেল ২:৩০টায়, জুলাই মাসের দ্বিতীয় কিস্তি হিসেবে ৩০০০ টাকা প্রদান করা হয়েছে।
১ম কিস্তি: ০৭ জুন ২০২৫ খ্রি. - ৩০০০ টাকা
২য় কিস্তি: ০৮ জুলাই ২০২৫ খ্রি. - ৩০০০ টাকা
উল্লেখ্য, ২৭ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে এক নির্মম সন্ত্রাসী হামলায় শহীদ হন ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তার পরিবার চরম সংকটে পড়ে। এমন এক কঠিন সময়ে বাতিঘর পরিবারের পাশে দাঁড়ায়।
মাওলানা রইস (রহ.)-এর পরিবারকে ১ লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি, তার একমাত্র সন্তানের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে বাতিঘর। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই মাসিক বৃত্তি কার্যক্রম চালু করা হয়।
বাতিঘর বিশ্বাস করে, সহানুভূতি ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে গেলে সমাজে সত্যিকারের পরিবর্তন সম্ভব।