Menu
Dark
Account
Donate
Menu
Profile Image

About Me

বাতিঘর-একটি শিক্ষা, সামাজিক ও মানবিক সংগঠন। স্বপ্ন দেখি, স্বপ্ন পূরণে স্লোগান নিয়ে ৮ই অক্টোবর ২০২১ খ্রি. এই স্বেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু হয়েছে চট্টগ্রাম আনোয়ারা উপজেলার দক্ষিণ তৈলারদ্বীপ থেকে। শিক্ষা, সামাজিকতা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে বাতিঘরের যাত্রা শুরু।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা জাগলেই ভোর হবে। আমাদের কাজ আলো কেন্দ্রিক। অন্ধকার, কুসংস্কারকে আলোর প্রখর তীব্রতা এসে আলোকিত করে সুন্দর আগামী একটা প্রজন্ম হবে।

মানবিক হাতে পূর্ণতা পাবে মানুষের মৌলিক চাহিদা। সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়পরায়ণতা, সাম্য ও মানবিক মর্যাদা।

আমাদের লক্ষ্য

সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার্থীদের বৃত্তি, দরিদ্রদের চিকিৎসা সহায়তা, এতিমদের জন্য খাদ্য প্রভৃতি বিষয়ে নিয়ে কাজ করতে চেষ্টা চালিয়ে যাচ্চে স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর।

আমাদের উদ্দেশ্য

অর্থাভাবে বন্ধ হবে না পড়াশোনা। চিকিৎসা সহায়তা পাবে সাধারণ মানুষ। মানবিক হাতে পূর্ণতা পাবে মানুষের মৌলিক চাহিদা। সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়পরায়ণতা, সাম্য ও মানবিক মর্যাদা। রুপ নগরের "আদর্শ গ্রাম" বাস্তবায়নে আমাদের সবার সহযোগীতা দরকার। চাইলে আমাদের ডোনেট করতে পারেন। সবাই এগিয়ে আসলে আমরা সফল হবো। ইনশাআল্লাহ।